Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অলাভজনক কিডনি ডায়ালাইসিস সেন্টার


২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৫২

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে শান্তিনগরে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টারের। এখানে স্বল্পমূল্যে জটিল কিডনি রোগীদের সেবা প্রদান করা হবে।

বুধবার (২৬ ডিসেম্বর) যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এই ডায়ালাইসিস সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদসহ উর্ধ্বতম কর্মকর্তা- কর্মচারীরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কিডনি ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সারাবাংলা/এনএইচ

কিডনি ডায়ালাইসিস সেন্টার যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর