Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাসধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু


১৩ জানুয়ারি ২০১৮ ১৪:৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় সুইটি খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ডে শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সুইটি বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ব্যাটারি চালিত অটোভ্যান যোগে চারজন যাত্রী মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে আসা এনায়েতপুরগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ভ্যান যাত্রী কলেজছাত্রী সুইটি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।

সারাবাংলা/আরসি/এমএ

নিহত সড়ক_দুর্ঘটনা সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর