Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর জামাতা জাল নোটসহ আটক


২৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ সদর আসনের ধানের শীষ প্রার্থীর জামাতা ও সরকারি কলেজের সহকারি অধ্যাপক মিয়ারাজ হোসেনকে ৮৫ হাজার টাকার জাল নোটসহ আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মিয়ারাজ হোসেন সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ও সদরের মৃগীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা-২ (সদর) আসনের ধানের র্শীষ প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের জামাতা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেন নামে একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।

সারাবাংলা/এসএমএন

ধানের শীষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর