Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ভণ্ডুল করার নানা অযুহাত খুঁজছে বিএনপি : নাসিম


২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ড. কামাল হোসেন, স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আ.স.ম রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নার মত নেতারা সংসদ সদস্য হওয়ার লোভে বিএনপি-জামায়াতের কাছে আত্মসমর্পন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তবে ৩০ ডিসেম্বর বাংলার জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিয়ে এই বেঈমানির জবাব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে শহরের মাটিডালী এলাকায় আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন ভালোভাবে কাজ করছে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সরকার সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলেও নির্বাচন ভণ্ডুল করার নানা অজুহাত খুঁজছে বিএনপি জোট। তারা যদি এবারে ভোটে না আসে তাহলে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’

বগুড়ায় লাঙ্গল-নৌকা একত্র হয়ে কাজ করে সাতটি আসনে বিজয়ী হতে হবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বগুড়ার ত্যাগী নেতা মমতাজ উদ্দিন সাতটি আসনে নির্বাচন সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনি খেলায় ফাউল করবেন না, ফাউল করলে নিজেরা ক্ষতিগ্রস্থ হবেন, জঙ্গি সৃষ্টি হবে, হাওয়া ভবন সৃষ্টি হবে।’

এসময় সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর বলেন, ‘বিগত ৫ বছরে উন্নয়নের চেষ্টা করেছি। ভুলত্রুটি হতেই পারে পুনরায় নির্বাচিত করুন, উন্নয়ন পৌঁছে দেব সবখানে।’

 সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা জাপার সাধারণ সম্পাদক ও সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, মাফুজুল ইসলাম রাজ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

ড. কামাল হোসেন বিএনপি মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর