Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিএনপি নেতার প্রার্থিতা বাতিল


২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:২৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:৩২

 ।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, গাইবান্ধা-৪ আসনে ফারুক কবির এবং নরসিংদী-৩ আসনে মঞ্জুর এলাহীর প্রার্থিতা বাতিল করেছেন হাইকোর্ট। উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

বুধবার ( ২৬ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আলাদা রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আরও পড়ুন: উপজেলা চেয়ারম্যান পদে থেকে সংসদ সদস্য নির্বাচন নয়: আপিল বিভাগ

চেয়ারম্যান পদটি লাভজনক হওয়ায় ওই পদ থেকে পদত্যাগ পত্র গৃহিত না হলে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়ে আপিল বিভাগ একাধিক নেতার প্রার্থিতা বাতিল করেন। এরই ধারাবাহিকতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা রিটের শুনানি শেষে বিএনপির আরও তিন নেতার প্রার্থিতা বাতিল করল আদালত।

এর আগে, গত ১৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান পদে থেকে সংসদ সদস্য নির্বাচন  করা যাবে না জানিয়ে  সংক্রান্ত একটি আদেশ দেন  প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ ।

সারাবাংলােএজেডকে/জেডএফ 

প্রার্থিতা বাতিল বিএনপির তিন নেতার প্রার্থিতা বাতিল হাইকোর্টে