Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ঢাকা থেকে গ্রেফতার


২৬ ডিসেম্বর ২০১৮ ১১:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহ-৩ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের উপর হামলার পরিকল্পনা, আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে বোমা হামলাসহ ২৭ টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব সামগ্রী তিনি নাশকতার কাজে সে ব্যবহার করতেন বলেও জানান পুলিশ সুপার।

মতিয়ার রহমানকে ঢাকা থেকে ঝিনাইদহে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান মো. হাসানুজ্জামান। তবে ঢাকার কোন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি জানাননি এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএমএন

ঝিনাইদহ-৩ ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান