রায়েরবাগে ট্রাক চাপায় ২ জনের মৃত্যু
২৬ ডিসেম্বর ২০১৮ ০৯:২০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ০৯:২১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাক চাপায় দুই ব্যক্তি মারা গেছেন। নিহতরা হলেন, হারুন অর রশিদ (৪২) ও আবুল বাশার (৩২)। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল জানান, ভোরে রায়েবাগ জিয়া সরণি রোডে ট্রাক থেকে ইট মালিক হারুন অর রশিদের ইট নামাচ্ছিলেন শ্রমিকরা। তখন পিছন থেকে আর একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলে মারা যান হারুন। আহত অবস্থায় শ্রমিক বাশারকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাশারের পিতার নাম রাকেজ হাওলাদার। তিনি ঢাকা ম্যাচ এলাকায় থাকতেন।
ওসি জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মৃতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
সারাবাংলা/এসএসআর/এনএইচ