Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা


২৬ ডিসেম্বর ২০১৮ ০৮:৪১

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে নবাবগঞ্জে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের অবস্থানরত হোটেলে হামলার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, গতকালের ঘটনায় একজন সাংবাদিক বাদী হয়ে মামলা করার জন্য অভিযোগ দিয়েছেন। সেটি অজ্ঞাত আসামি হিসেবে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এখন তদন্ত করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ৩০-৩৫ জন সন্ত্রাসী নবাবগঞ্জে গণমাধ্যমকর্মীদের অবস্থান করা হোটেলে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রায় ২০টির মতো গাড়ি ভাঙচুর করে। এ সময় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। দুর্বৃত্তরা প্রায় ঘণ্টা খানেক অবরুদ্ধ করে রাখে গণমাধ্যমকর্মীদের।

সাংবাদিকদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সারাবাংলা/ইউজে/এনএইচ

নবাবগঞ্জ সাংবাদিক নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর