ঢাবিতে ছাত্রদল সন্দেহে সাবেক ছাত্রলীগ কর্মীর ওপর হামলা
২৬ ডিসেম্বর ২০১৮ ০৬:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১০:২১
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল সন্দেহে ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি চিকিৎসা দেওয়া হয়েছে।
মারধরের শিকার কয়েকজন সারাবাংলাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আতিক জামানের জন্মদিন উপলক্ষে কয়েকজন টিএসসিতে দাঁড়িয়েছিলেন। নির্বাচন উপলক্ষে সেখানে অবস্থান নেওয়া ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা কিছু জিজ্ঞাসা না করেই আচমকা তাদের ওপর হামলা করে। এতে ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক কবির মোহাম্মদ শহিদুল ইসলাম, তার বিভাগের বন্ধু ও ছাত্রদলের জহুরুল হক হলের যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম সজিব ও আইন বিভাগের এক নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন।
আহতরা বলেন, হামলার সময় ছাত্রলীগের ওই সাবেক নেতা তার পরিচয় দিলেও হামলাকারীরা আমলে নেননি।
এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, সেখানে একটি মব তৈরি হয়েছিল। ছাত্রদলের সাবেক এক আইন সম্পাদকের জন্মদিনের পার্টিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। সেখানে ছাত্রলীগের আমাদের সাবেক এক ঘনিষ্ঠ বড় ভাই আহত হয়েছেন। আমাদের আরেক ঘনিষ্ঠ ভাই ক্যাম্পাসের প্রিয় মুখ, তিনিও আহত হয়েছেন। মবের কারণে এমনটি হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/কেকে/টিআর/আরএফ
ছাত্রদল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রক্টর গোলাম রব্বানী