Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ছাত্রদল নেতাকে পুলিশে দিলো ছাত্রলীগ


২৫ ডিসেম্বর ২০১৮ ২১:৪০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি : ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে তাকে মারধর করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে ছাত্রদলের ওই নেতাকে থানায় সোর্পদ করা হয়।

আলিমুজ্জামান বাবু নামে ওই ছাত্রদল নেতা ২০১০-১১ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার ব্যক্তিগত কাজে হলে এলে ছাত্রলীগ নেতারা তার ওপর হামলা চালায় বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ওই ছাত্রদল নেতা ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে হলে এসেছিল। বিষয়টি জানতে পেরে তাকে ধরলে এর প্রমাণ পাই। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘সে একজন বহিরাগত। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে হলের মধ্যে কিছু একটা করার চেষ্টা করছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘একজনকে সোপর্দ করা হয়েছে। আমরা আদালতে পাঠাব।’

সারাবাংলা/কেকে/একে

ছাত্রদল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি