Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষে এখন চিটা লেগে গেছে: হানিফ


২৫ ডিসেম্বর ২০১৮ ২১:৩৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ২২:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঝিনাইদহ: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ধানের শীষে এখন চিটা লেগে গেছে, ধানের শীষে কোন ভোট নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন।

মাহবুব-উল আলম বলেন, ইতোপূর্বে এলাকার মানুষ জামায়াতকে ভোট দিয়ে ভুল করেছে। তাই এবার তারা আর ভুল করবে না। আর আমাদের নেতাকর্মীরা অন্য দলের কোন প্রার্থীকে ভোটের প্রচারণায় বাধা দিচ্ছেনা। এমন অভিযোগও আসেনি। অভিযোগ পেলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

মহেশপুর উপজেলার ইদ্রাকপুর স্কুল মাঠে নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় ঝিনাইদহ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ

একাদশ জাতীয় নির্বাচন গণসংযোগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর