Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ড্রোন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের প্রযুক্তি রয়েছে’


২৫ ডিসেম্বর ২০১৮ ২০:২৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ২০:২৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অনিয়ন্ত্রিত ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের প্রযুক্তি রয়েছে ও তা সর্বত্র মোতায়েন করার কথা জানালেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস। গ্যাটউইক বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়া ও বিমান উড্ডয়ন স্থগিত  সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি একথা জানান। খবর বিবিসির।

বেন বলেন, যারা অপরাধের উদ্দেশ্যে অথবা বেপরোয়াভাবে ড্রোন ব্যবহার করেন। তারা মারাত্মক শাস্তির মুখোমুখি হবেন।

গ্যাটউইক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় সেখানে বাতিল হয়েছে ১ হাজার ফ্লাইট ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি প্রায় ১ লাখ ৪০ হাজার যাত্রী।

আরও পড়ুন: গ্যাটউইক বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানোর ঘটনায় আটক ২

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা দম্পতিকে ছেড়ে দেওয়া হয়েছে। পল গায়েট ও এলানি ক্রিক ওই দুজন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পরিচয় প্রকাশ করে তাদের  ‘হেনস্তা’ করা হয়েছে। তবে সাধারণ মানুষের ভালোবাসায় তারা অভিভূত বলেও একইসঙ্গে জানিয়েছেন।

এদিকে পুরোদমে ফ্লাইট চালু হবার পরও ৫ মিলিয়ন ডলারের নিরাপত্তা সরঞ্জাম কিনেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ড্রোনের বিস্তারে ধরনের সমস্যার খুব সহজ সমাধান পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।

সংরক্ষিত এলাকা ব্যাতীত যুক্তরাজ্যে সর্বোচ্চ ২০ কেজি ও চার শ ফুট উচ্চতার নিচে ড্রোন ওড়ানোয় বাধ্যবাধকতা নেই।

সারাবাংলা/এনএইচ

ড্রোন যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর