আদালতে টিকল না মাহমুদ হাসানের প্রার্থিতা
২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:০৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:১৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ময়মনসিংহ: আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে প্রার্থিতা চাওয়া নেতা মাহমুদ হাসান সুমন।
উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর তা গ্রহণ না হওয়ায় হাইকোর্টের আদেশে আটকে যায় সুমনের প্রার্থিতা। পরে আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এ বিষয়ে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন মাহমুদ হাসান সুমন। নির্বাচন থেকে সরে যাওয়ার পাশাপাশি তিনি ওই আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির নেতা ফখরুল ইমামের প্রতি সমর্থন জানান।
ওই সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান বলেন, ‘আমি মহাজোটের প্রার্থী ফখরুল ইমামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি। মহাজোট মনোনীত প্রার্থীর লাঙ্গল মার্কার পক্ষে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
সারাবাংলা/একে