Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুবাইয়ে বোরকার ব্যবসা, দেশে অস্ত্রের’


২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৪২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও ২২০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন।

চট্টগ্রাম, অস্ত্র উদ্ধার,

গ্রেফতার হওয়া দুজন হলেন, অস্ত্র ব্যবসায়ী মহিউদ্দিন শিবলু (৩৯) ও সিএনজি অটোরিকশা চালক এনামুল হক (৩৫)।

অস্ত্র ও গুলির সঙ্গে তাদের কাছে ২টি ম্যাগজিনও পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোস্তাইন।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অস্ত্র বিক্রির জন্য অপেক্ষারত অবস্থায় শিবলু ও এনামুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম, অস্ত্র উদ্ধার,

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন সারাবাংলাকে জানান, মহিউদ্দিন শিবলু দুবাইয়ে বোরকার ব্যবসা করেন। বছরখানেক ধরে ব্যবসায় মন্দা চলছে। সেজন্য তিনি মাঝে মাঝে দেশে আসেন এবং বিভিন্ন সিন্ডিকেটের কাছ থেকে বিদেশি অস্ত্র কিনে দেশীয় ক্রেতাদের কাছে বিক্রি করেন। এনামুলকে অস্ত্র পরিবহনে শিবলু ব্যবহার করেন।

জিজ্ঞাসাবাদে শিবলু একসময় বিএনপির রাজনীতিতে জড়িত থাকার কথা বলেছেন বলে জানিয়েছেন আসিফ মহিউদ্দিন।

বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য শিবলু ও এনামুলকে রিমান্ডে নেওয়ার হবে বলেও তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনএইচ

অস্ত্র উদ্ধার চট্টগ্রাম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর