Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের পরিবেশ এখনও সুষ্ঠু আছে: সিইসি


২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৪

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনে ভোটের পরিবেশ এখনও সুষ্ঠ আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তিনি বলেন, আগের চেয়ে ভোটের মাঠের পরিবেশ ভালো আছে। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুর পর যে পরিবেশ ছিল, তার চেয়ে এখনকার পরিবেশ অনেক ভালো।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেন্ট্রাল উইমেন কলেজে আয়োজিত প্রিজাইডিং অফিসারদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ওপর প্রশিক্ষণে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ইভিএম একটি ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে ভোট দিলে সেই ভোট সঠিক জায়গায় প্রয়োগ হবে। এটি একটি খুব সহজ পদ্ধতি। ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই। তাই ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার আগে সবারই এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এজন্যই ইভিএম নিয়ে ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ইসির সঙ্গে বৈঠক থেকে উঠে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব ব্রিফ করবেন। আমার কিছু বলার নাই।

সারাবাংলা/ইউজে/টিআর

ভোটের পরিবেশ সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর