মঠবাড়িয়ায় লাঙ্গল-ধানের শীষের দ্বিমুখী লড়াই
২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:১৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৬:২০
।। মো. শাহাদাৎ হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
মঠবাড়িয়া, পিরোজপুর: নির্বাচনি লড়াই জমে উঠেছে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে। মহাজোটের লাঙ্গল ও বিএনপির ধানের শীষের নির্বাচনি প্রচার-প্রচারণায় সরগরম নির্বাচনি এলাকা।
তবে এ আসনে মহাজোট থেকে জাতীয় পার্টির (এরশাদ) ডা. রুস্তম আলী ফরাজীকে জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের একাংশের গুরুত্বপূর্ণ কিছু নেতা বিক্ষুব্ধ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। দলের একটি অংশ দলীয় প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমানকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী আপেল প্রতীক নিয়ে মাঠে নেমেছিল। এতে মহাজোট ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে বিভাজন তৈরি হওয়ায় নানা সংকট দেখা দেয়।
তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে পিরোজপুর জেলা অওয়ামী লীগের এক সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মধ্যস্থতায় লিখিতভাবে স্বতন্ত্র প্রার্থীতা থেকে সরে দাঁড়ান। ফলে জোটের মধ্যে আওয়ামী লীগের দুই গ্রুপ এক হয়ে নির্বাচনি মাঠ সরব করেছে।
অপরদিকে দীর্ঘদিন বিরোধী দলে থাকা নতুন মুখ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল নির্বাচনি মাঠে এখন শক্ত প্রার্থী হিসেবে কৌশলের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। তিনি স্থানীয় বিএনপিতে একজন ত্যাগী নেতা। তবে দীর্ঘদিন ধরে দলীয় কোন্দলে দুই ধারায় বিভক্তি ছিল। এবার তারা দলের হাই কমান্ডের নির্দেশে নেতা-কর্মীরা বিভেদ ভুলে একাট্রা হয়েছেন। ফলে স্থানীয় বিএনপি এখন আগের চেয়ে চাঙ্গা হয়ে উঠেছেন। ভোটাররা মনে করেন বিএনপির নতুন প্রার্থী রুহুল আমীন দুলালের সঙ্গে লড়াইটাও বেশ চ্যালেঞ্জের হবে।
মহাজোট প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী এ আসনে প্রথম ১৯৯৬ সালে জাতীয় পাটি, ২০০১ সালে বিএনপি ও ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ডা. ফরাজির নিজস্ব ভোট ব্যাংক রয়েছে বলে তার দলের নেতা-কর্মী সমর্থকরা দাবি করছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীকেরই জয় হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের কাণ্ডারী। দেশে মানুষের জীবনমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
একক এ আসনে মহাজোটের লাঙ্গল ও বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় জনপদ মুখরিত হয়ে উঠেছে। এ আসনে লাঙ্গল ও ধানের শীষে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সবাই ধারণা করছেন।
উল্লেখ্য, পিরোজপু-৩ একক আসনে এবার ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৫৮৬ জন। এর মধ্যে নারী ভোটার ৯৫ হাজার ২৮৮ জন ও পুরুষ ভোটার ৯৪ হাজার ২৯৮ জন। এ আসনের ৮১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এমআই