Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫৭ কেন্দ্রের জন্য খুলনায় পৌঁছেছে ইভিএম সরঞ্জাম


২৫ ডিসেম্বর ২০১৮ ১৩:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টায় খুলনায় পৌঁছেছে এসব ইভিএম সামগ্রী। এর মধ্যে রয়েছে এক হাজার ৪৪০টি কন্ট্রোল ইউনিট, এক হাজার ৪৪০টি ব্যাটারি, এক হাজার ৪৪০টি ব্যালট ইউনিট, এক হাজার ৪৪০টি ল্যাপটপ মনিটর এবং ৮৭৭টি থার্মাল পেপার।

এসব সরঞ্জাম খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে।

সোমরার (২৪ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে তিনটি কাভার্ড ভ্যানে ইভিএম সরঞ্জামগুলো পাঠানো হয়। রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে ইভিএম সরঞ্জাম গ্রহণ করেন সহকারি কমিশনার (ভূমি) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

জেলা প্রশাসনের সহকারি নাজির শেখ মো. নাজমুল হুদা ও এসআই হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশন থেকে পাঠানো খুলনা-২ আসনের ১৫৭টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম মেশিন বুঝে নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব সরঞ্জাম নির্বাচনের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

উল্লেখ্য, খুলনা-২ আসনে ১৫৭ টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ৬৫৩ টি কক্ষে চলবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ। এ আসনে ইভিএম এর আওতাভুক্ত ভোটার সংখ্যা দুই লাখ ৯৪ হাজার ৮৩ জন। আসনের সব ভোটারকেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রেয়োগ করতে হবে।

সারাবাংলা/এসএমএন

ইভিএম খুলনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর