Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার জেলা প্রশাসককে হুমকি দিয়ে উড়ো চিঠি


২৪ ডিসেম্বর ২০১৮ ২২:০৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা : খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে ডাকযোগে ওই চিঠিটি জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়। তবে চিঠিতে কোনো প্রেরকের নাম নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক হেলাল হোসেন।

হাতে লেখা ওই চিঠির প্রথম প্যারায় লেখা রয়েছে, ‘যদি দেশকে বাঁচাতে চান, মানুষকে বাঁচাতে চান তাহলে কোন রূপ চালাকি বা পক্ষপাতিত্বমূলক আচরণ করবেন না। আর এর যদি কোন ব্যতিক্রম হয় বা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেন, খোদার কসম করে বলছি দেশ শ্মশানে পরিণত হবে। আপনাদের কেউ বাঁচাতে পারবেন না। জনগণই আপনাদের তুলাধুনা করবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশে কোন বেঈমান-মীরজাফর থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে আরও একটি মুক্তিযুদ্ধ হবে, মাইন্ড ইট।’

চিঠির দ্বিতীয় প্যারায় লেখা রয়েছে, ‘এখন দেখছি আপনারা বড় রাজাকার। এই দশ বছর শেখ হাসিনা আপনাদের লালন পালন করে রেখেছে একাদশ সংসদ নির্বাচনে বেঈমানি করার জন্য, তাই না? জনগণ তা হতে দেবে না। এর খেসারত আপনাদের পেতেই হবে। কথাটা মনে রাখবেন।  ৭১ এর যুদ্ধ তো দেখেন নাই, তা হলে কেমন করে বুঝবেন স্বজন হারানোর জ্বালা? প্রশাসক সাহেব আপনারও ছেলে মেয়ে আছে, তাদের কথা ভাবুন। স্বজন হারার জ্বালা যে কত নির্মম, কত ভয়াবহ তা ৩০ ডিসেম্বরের পর হাড়ে হাড়ে টের পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের বুঝবার শক্তি দেন। দেশ থাকবে আপনি থাকবেন না, আমিও থাকবো না, তাহলে কেন পরবর্তী প্রজন্মের গ্লানি নিয়ে বেঁচে থাকবেন?’

চিঠির শেষে সবার নিচে ডান দিকে ‘আল্লাহ হাফেজ, ধন্যবাদ’ লিখে শেষ করা হয়েছে।

বিজ্ঞাপন

হুমকি বিষয়ে কোনো সাধারণ ডায়রি না করলেও খুলনা মেট্রোপলিটন পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

সারাবাংলা/এসএমএন

উড়ো চিঠি খুলনা জেলা প্রশাসক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর