Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীর অধিকার হরণ করবে’


২৪ ডিসেম্বর ২০১৮ ২০:১৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীদের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। আর এ কারণেই এই জোটকে ভোট না দিতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার তাড়াইল ও কুশাব এলাকায় স্বামী এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর পক্ষে গণসংযোগে এসব কথা বলেনি তিনি।

হাছিনা গাজী বলেন, ‘স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতকে ভোট দেবেন না। তারা রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের চার দেয়ালে বন্দি রাখবে। নারীর অধিকার হরণ করবে। আগামী ৩০ ডিসেম্বর সারাদিন রূপগঞ্জের সকল নারী ভোটাররা নৌকায় ভোট দেবেন। নৌকা হলো বঙ্গবন্ধুর। আর বতর্মানে এর মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার জয় মানে উন্নয়নের জয়।’

গোলাম দস্তগীর গাজীর অসমাপ্ত কাজ শেষ করতে নৌকাকে আবারও জয়ী করতে হবে বলে উল্লেখ করেন হাছিনা গাজী। তিনি বলেন, ‘ভুলতা ফ্লাইওভার উদ্বোধন হলে কাঞ্চনের চিত্র বদলে যাবে। এছাড়া আগে কাঞ্চনের রাস্তাঘাট, শিক্ষা, পানি, বিদ্যুৎ সব কিছুর সমস্যা ছিলো। এখন কাঞ্চনের উন্নয়ন আপনারা চোখে দেখছেন। তাই রূপগঞ্জবাসীর কাছে একটাই চাওয়া নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন।’

এর আগে রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং নৌকায় ভোট চান। এসময় তিনি নারী ভোটারদের মাঝে গোলাম দস্তগীর গাজীর করা উন্নয়ন চিত্র তুলে ধরেন।

বিজ্ঞাপন

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পনির হোসেন , যুবলীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম সোহেলসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বিএনপি-জামায়াত হাছিনা গাজী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর