Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র রক্ষা করবে’


২৪ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নোয়াখালী: সেনাবাহিনীকে সব বিতর্কের উর্দ্ধে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ যদি সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি তৈরি করে তাহলে ৩০ ডিসেম্বর ব্যলটের মাধ্যমে জনগণ তার জবাব দেবে। সেনাবাহিনীকে দেশের জাতীয় সম্পদ এবং সকল উন্নয়নের অংশীদার বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৪ ডিসেম্বর) নিজের নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার কান্দির পাড় ঈদগাহ ময়দান ও নুরু ব্যাপারীর হাট এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলাদা দুটি পথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন কাজে সহায়তা করার জন্য মাঠে নেমেছে। তাদেরকে স্বাগত জানাই। তবে তাদের আসার খবরে কেউ উৎফুল্ল বা উৎসাহিত হবার কোন কারণ নেই। তারা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালন করবে।’

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন নিজেরা নিজেদের উপর হামলা করে আমাদের উপর দোষ চাপায়। আমরা কোথাও কোন গোলমাল করিনা এবং করবোও না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ওবায়দুল কাদেরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বি মওদুদ আহমদের এক অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, ‘তিনি নিজের গাড়ি বাড়িতে রেখে ভাড়া গাড়ি নিয়ে বের হয়, নিজেদের লোক দিয়ে হামলা করে গাড়ি ভেঙ্গে আওয়ামী লীগের উপর দোষ চাপায়। তবুও নির্বাচন কমিশন এ ঘটনার তদন্ত করবে। যদি আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো লোক জড়িত থাকার প্রমাণ মেলে তাহলে তাকে থানায় দেয়া হবে। মনে রাখবেন, সামনের তিনদিন ঐক্যফ্রন্ট-বিএনপি অনেক উস্কানি দেবে, তাদের উস্কানির ফাঁদে পা দেবেন না। ভরা কলসি নড়ে না। আমাদের সাথে জনগণ আছে। এমন কোনো সুযোগ দেবেন না যার জন্য বিএনপি অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।’

বিজ্ঞাপন

গত নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলেন তা পূরণ করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ এলাকায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। ডিজিটাল সুবিধা দেওয়ায় গ্রামগুলো শহর হয়ে গেছে। শেখ হাসিনা ওয়াদা করেছেন এবার ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারের একজন বেকারকে চাকরি দেয়া হবে। তিনি যা ওয়াদা করেন তা রক্ষা করেন।

স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জেতার আগেই জিতে যেওনা। ৩০ তারিখে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র রক্ষা করবে, কারণ বিএনপি কেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।’

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণ চর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কবির হাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএমএন

ওবায়দুল কাদের সেনাবাহিনী সেনাবাহিনী মোতায়েন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর