Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে সেনা টহল শুরু, জনমনে স্বস্তি


২৪ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই মহানগরীর বিভিন্ন এলাকায় সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়।

জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তারা ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবেন সশস্ত্র বাহিনীর এই সদস্যরা।

সেনা মোতায়েন নিয়ে সাধারণ মানুষ বেশ উৎফুল্ল। অনেককেই আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ জাফর। তিনি সারাবাংলাকে বলেন, নির্বাচন কমিশন নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে। এতে করে অনন্ত ভোটারদের মনে স্বস্তি ফিরে এসেছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন।

এসময় তার সঙ্গে গলা মেলালেন সেখানে উপস্থিত আরও কয়েকজন সাধারণ মানুষ। সবাই সেনা মোতায়েন হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলে জানালেন।

আরো পড়ুন : ২৪ ডিসেম্বর থেকে মাঠে সশস্ত্র বাহিনী

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী সেনা মোতায়েন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর