Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহ নেই, থাকছে শীতের তীব্রতা


১৩ জানুয়ারি ২০১৮ ০৯:২৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০২

স্টাফ রিপোর্টার

ঢাকা : শৈত্যপ্রবাহ একদমই নেই, তবে রয়েছে শীতের তীব্রতা। মৌসুমী বাতাস, মৌসুমী লঘুচাপ ও ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানাচ্ছে।

শনিবার সকালে আবহাওয়াবিদ শাহবুদ্দিন রহমান সারাবাংলাকে বলেন, জানুয়ারি মাস জুড়েই শীত এরকম থাকবে।

১৫ জানুয়ারির পর যে কোনো সময় আরেকটা শৈত্যপ্রবাহ আসবে, তখন  শীত আরও বাড়বে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৭টার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৭ ডিগ্রি সেলসিয়াস ।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গতকাল শুক্রবার দেশের  সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালের খেপুপাড়ায় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছিতে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/আরসি/একে

শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর