Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেনাবাহিনী সঠিক ভূমিকায় থাকলে, ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত’


২৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় থাকলে ঐক্যফ্রন্ট জয় পাবে বলে আশাবাদ জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার (২৪ ডিসেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনায় মান্না একথা বলেন।

মান্না অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে ভয়ের চাদর দিয়ে দেশকে ঢেকে ফেলা হয়েছে। ধানের শীষের পক্ষে শতকরা ৮০-৯০ পার্সেন্ট সমর্থন নিশ্চিত রয়েছে। তারপরও আমরা মাঠে নামতে পারছি না। লেভেলে প্লেয়িং ফিল্ড নাই। নির্বাচনি সভা সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

এসময় তিনি প্রশ্ন রেখে জানতে চান, জনগণের প্রশ্ন সেনাবাহিনী কি ঠিক থাকবে? তারা কি পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের মতো ন্যক্কারজনক উলঙ্গ ভূমিকা পালন করবে? পক্ষপাতিত্ব করবে?

তিনি বলেন, সেনাবাহিনী সঠিক ভূমিকায় থাকলে। আওয়ামী লীগের পাত্তা থাকবে না। জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত হবে। ৩০ তারিখের ভোটের লড়াই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

সারাবাংলা/এএইচএইচ/এনএইচ/জেএএম

ঐক্যফ্রন্ট মান্না সেনাবাহিনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর