Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরিয়ার আলমের নির্বাচনি প্রচারণায় ক্রিকেটার মিরাজ


২৪ ডিসেম্বর ২০১৮ ০৫:৪০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৭:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাটা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলমের নির্বাচনি প্রচারণায় অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

রোববার (২৩ ডিস্মেবর) বিকেলে নির্বাচনি এলাকার দুটি পথসভায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি এবং প্রার্থীর সঙ্গে সেলফিতে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ভোটারদের উৎসাহিত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) সিরাজুল ইসলাম সিরাজ জানান, মেহেদী হাসান মিরাজ বিকেলে সংসদীয় এলাকার চারটি স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেন। এর মধ্যে চারঘাট উপজেলার ছিকড়া ও অনুপমপুরে পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি বাঘা সদরে গণসংযোগ ও আড়ানি পৌরসভায় একটি পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

তিনি বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন তুলে ধরেন এবং নৌকা মার্কায় ভোট নিয়ে শাহরিয়ার আলমকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডারকে কাছে পেয়ে স্থানীয় ভোটাররা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাকে দেখতে এলাকায় মানুষেরা ভিড় জমান। পরে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফিরে যান মিরাজ।

সারাবাংলা/এসএম/এসএন

আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন মেহেদী হাসান মিরাজ রাজশাহী-৬ শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর