আমি এমপি হলে জনগণ সংসদে যাবে: হিরো আলম
২৪ ডিসেম্বর ২০১৮ ০৩:৩৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৬:৪৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন (হিরো আলম) বলেছেন, ‘আমি এমপি হলে জনগন সংসদে যাবে। জনগন চাইলে এমপি-মন্ত্রী ছিনিয়ে আনতে পারে। আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি বড় কোন প্রতিশ্রতি দিতে চাই না। সব সময় আপনাদের পাশে থাকবো। আমি গরীবের এমপি হতে চাই।’
রোববার (২৩ ডিসেম্বর) এক জনসভায় সিংহ মার্কার এই প্রার্থী এসব কথা বলেন। হিরো আলম খ্যাত ব্যাপক আলোচিত আশরাফুল হোসেন আলম তার নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। আলোচনায় তুঙ্গে থাকা হিরো আলম তরুণ ও যুবক ভোটারদের কাছে ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছেন। তাকে কাছে পেয়ে অনেকেই সেলফি তুলছেন। তার পক্ষ হয়ে কাজ করার কথাও জানাচ্ছে কোন কোন তরুণ। আবার হিরোকে কাছে পায়ে বুকে টেনে নিচ্ছেন বয়স্ক বৃদ্ধ ভোটাররাও। সব মিলিয়ে হিরো যেন এখন এ আসনটিতে সত্যিকারের হিরোই।
গণসংযোগে অংশ নিয়ে হিরো বলেন, ‘আমি জনতার একজন, আপনাদের পরিবারের একজন হয়ে থাকতে চাই। আপনারা একবার আমাকে সুযোগ দিন। ভোটের সময় এলে অনেকেই বড় প্রতিশ্রুতি দেয়, নির্বাচিত হলে তারা কিছুই মনে রাখে না। আমি গরীবের এমপি হতে চাই। কারণ গরীবের দু:খ গরীবরাই বুঝে। আমি এমপি হয়ে কাজে প্রমাণ দিতে চাই।’
দিনব্যাপী হিরো আলাম নন্দীগ্রাম উপজেলার ধুন্দার বাজার, কলোনী বাজার, হামিদ বাজার, বীরপলী, কল্যাণনগর, কাথম, নামুইট, গোয়ালগাড়ি, চাকলমা, কালিশ-পুনাইল সহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি সবার কাছে সিংহ মার্কায় ভোট চান।
সারাবাংলা/ইএইচটি/এসএন