Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবলার নির্বাচনি কার্যালয়ে আগুন, অভিযোগ বিএনপির দিকে


২৪ ডিসেম্বর ২০১৮ ০১:৩৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ০৮:১২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা-৪ আসনের মহাজোটের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রধান নির্বাচনি কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ডের ওয়াসা গেটের নির্বাচনি কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাবলার অভিযোগ, বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রত্যক্ষ ইন্ধনে এ ঘটনা ঘটেছে।

মহাজোটের প্রার্থী বাবলা সারাবাংলাকে বলেন, নির্বাচনী কার্যালয়ে অনেকে চেয়ার ছিল। সব পুড়িয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি আমি ডিসি সাহেবকে অবহিত করেছি। নেতাকর্মীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছি।

কদমতলী থানার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান সারাবাংলাকে বলেন, তখন নির্বাচনী ক্যাম্প বন্ধ ছিল। এক থেকে দেড়শ জন ধানের শীষের স্লোগান দিয়ে নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

ঘটনার সত্যতা স্বীকার করে কদমতলী থানার ওসি এম এ জলিল সারাবাংলাকে বলেন, বিএনপির কর্মীরা স্লোগান দিয়ে নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর চালায়। উত্তেজনা ছড়াতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। পরে তারা অগুন দিয়ে নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দেয়। জলিল আরও বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/ইএইচটি/এসএন

ঢাকা-৪ নির্বাচনি কার্যালয়ে আগুন সৈয়দ আবু হোসেন বাবলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর