Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মিনি বাসের ধাক্কায় ৪ সিএনজিযাত্রীর মৃত্যু


২৩ ডিসেম্বর ২০১৮ ২২:২৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২৩:২৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোল্লাবাড়ী এলাকায় যাত্রীবাহী মিনি বাস ও সিএনজির এবং আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। মৃতদের সবাই সিএনজির যাত্রী ছিলেন।

রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মিনি বাসের যাত্রীদের অভিযোগ, চালক মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, জীবননগর থেকে কেজিএন পরিবহনের যাত্রীবাহী মিনি বাসটি চুয়াডাঙ্গার পথে মোল্লাবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি ও ধান বোঝাই আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির মিনি বাসের ধাক্কায় সিএনজি ও আলমসাধু দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী স্বামী-স্ত্রীসহ চার জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— জীবননগর উপজেলার উথলীর মালোপাড়ার জামাত আলীর মেয়ে শ্যামলী (২৮) ও তার স্বামী রবিউল ইসলাম (৩২), আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার জলিল মোল্লার ছেলে আব্দুল হালিম (৪৫) ও চুয়াডাঙ্গার সদর উপজেলার রমজেত আলীর ছেলে জাহাঙ্গীর (৩০)।

আহতদের মধ্যে রয়েছেন মৃত দম্পতির ছেলে তৌফিক (৬) এবং পাখি বেগম (৭০), লিপি খাতুন (৩৫), আমির হামজা (৪০), আকিজ হোসেন (২৫), আলমসাধুর চালক টিটু (৩০) ও রেজাউল হক (২৫)। তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জীবননগর থানায় মামলা হবে বলে জানান ওসি।

জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া তিনটি যানবাহনই জব্দ করে জীবননগর থানায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর ও দর্শনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয় বলে জানান তিনি।

সারাবাংলা/টিআর

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর