Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রচারে অংশ না নেওয়ার’ মুচলেকায় ছাড়া পেলেন অলির ভাতিজা


২৩ ডিসেম্বর ২০১৮ ২২:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: গ্রেফতারের ২৪ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ আসনের প্রার্থী ও এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ভাতিজা ও সাবেক পৌর মেয়র আইয়ুব কুতুবীকে। চন্দনাইশ থানা থেকে নেওয়া হলেও আদালতে উপস্থাপন না করে তাকে ফের থানায় নিয়ে যাওয়া হয়। এরপর ‘অলি আহমেদের প্রচার-প্রচারণায় অংশ না নেওয়া’ শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে চন্দনাইশ পৌর সদরের সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকা থেকে আইয়ুব ‍কুতুবী এবং গিয়াস উদ্দিন নামে আরেক এলডিপি নেতাকে গ্রেফতার করে চন্দনাইশ থানা পুলিশ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আইয়ুব কুতুবীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘আইয়ুব কুতুবী সাহেব বিদেশি নাগরিক হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়নি। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা ছিল। ওই মামলায় তিনি জামিনে আছেন।’

অলি আহমেদের বড় ভাইয়ের ছেলে আইয়ুব কুতুবী সারাবাংলাকে জানান, তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক। চাচার নির্বাচন উপলক্ষে গত ৩ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন। গত কয়েকদিন ধরে তিনি অলি আহমেদের পক্ষে এলাকায় গণসংযোগ করছিলেন।

‘অলি আহমেদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেব না, এই শর্তে আমার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মুচলেকা দেওয়ার পর চন্দনাইশ থানা থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে।’ বলেন আইয়ুব কুতুবী

আইয়ুব কুতুবী উপজেলা এলডিপির সহসভাপতি এবং চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র। আর গিয়াস উদ্দিন পৌরসভা এলডিপির সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন অলি আহমেদ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম।

সারাবাংলা/আরডি/এমআই

নির্বাচনি প্রচার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর