Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নৌকার প্রার্থী লতিফের জন্য মাঠে ব্যবসায়ী নেতারা


২৩ ডিসেম্বর ২০১৮ ২২:৩৭

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফের পক্ষে গণসংযোগে নেমেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। এম এ লতিফ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

রোববার (২৩ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশপাশে গণসংযোগে অংশ নেন ব্যবসায়ী নেতারা।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ী নেতাদের গণসংযোগে নেতৃত্ব দেন। এ সময় আরও ছিলেন চেম্বার পরিচালক তরফদার রুহুল আমিন, অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাসসহ কয়েকজন ব্যবসায়ী-শিল্পপতি।

চট্টগ্রাম চেম্বারের পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, বন্দর-পতেঙ্গা আসনের নৌকার প্রার্থী এম এ লতিফের পক্ষে গণসংযোগ করেছি। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং চট্টগ্রাম বন্দরের অগ্রগতি ধরে রাখতে নৌকার প্রার্থীকে নির্বাচিত করার বিকল্প নেই। তাই ব্যবসায়ীরাও চান নৌকার জয় হোক।

২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এম এ লতিফ। তিনি তখন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ছিলেন। লতিফ হারিয়েছিলেন চেম্বারের প্রাক্তন সভাপতি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

২০১৪ সালেও লতিফ একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে আবারও ভোটের মাঠে নেমেছেন এম এ লতিফ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/আরডি/এমআই

নৌকার পক্ষে লতিফ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর