বিএনপির প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিলের সুযোগ নেই : ইসি
২৩ ডিসেম্বর ২০১৮ ২২:০৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ২২:১০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হাইকোর্টের রায়ের ভিত্তিতে যেসব আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে, সেসব আসনে পুনঃতফসিলের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছে ইসি।
রোববার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে অনুষ্ঠিত ইসি’র কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে এক ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বিএনপির বৈধ অন্য প্রার্থীদেরও বিকল্প প্রার্থী হিসেবে সুযোগ দেওয়ারও কোনো আইন নেই বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিএনপির যেসব প্রার্থী বৈধ হয়েছে, তাদের মধ্যে অন্তত ৮টি আসনের ৮ জনের প্রার্থিতা বাতিল করেন আদালত। বিএনপির প্রার্থী শূন্য আসনগুলোর মধ্যে রয়েছে- জামালপুর-৪, বগুড়া-৩, ব্রাহ্মণবাড়িয়া-৪, রংপুর-১, ময়মনসিংহ-৮, ঝিনাইদহ-২, জয়পুরহাট-১ ও রাজশাহী-৬।
আরও পড়ুন: ২৫ জামায়াত নেতার প্রার্থিতা বহাল, ইসির হাতে সুযোগ নেই
আদালতের রায়ে প্রার্থী শূন্যতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট আসগুলোতে বিএনপি পুনঃতফসিল দেওয়ার দাবি জানায় নির্বাচন কমিশনে। অথবা ওই সব আসনে বিএনপির অন্য বৈধ প্রার্থীদের প্রার্থিতা দেওয়ার দাবিও জানায় দলটি।
নির্বাচন কমিশন বিএনপি ওই দাবি আমলে নিয়ে রোববার বৈঠক করে সিদ্ধান্ত দেয় বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘তাদের প্রার্থী শূন্য আসনে পুনঃতফসিল বা অন্য বৈধ প্রার্থীদের প্রার্থিতা দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।’
সারাবাংলা/জিএস/এমও