Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে : মির্জা ফখরুল


২৩ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঠাকুরগাঁও : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ৩০ তারিখে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

রোববার (২৩ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বাজারে এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ চায় হামলা, মামলা ও নির্যাতন করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে। কিন্ত তাদের এ অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। আওয়ামী লীগ কখনো দেশের মানুষের ভালো করতে পারে না, তারা কেবল নিজেদের ভালো করতে পারে। দেশের উন্নয়নের কথা বললেও তারা মূলত নিজেদের উন্নয়ন করছে। তারা ঘরে ঘরে চাকরি দিতে চাইলেও চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে। মামলা, হামলা দিয়ে ধানের শীষের জয়কে তারা রোধ করতে পারবে না।’

উপস্থিত স্থানীয়দের উদ্দেশে ফখরুল বলেন, ‘বন্ধুরা ৩০ তারিখে আপনাদের একটা সুযোগ আসছে, আপনারা পরিবর্তন করতে পারেন, পরিবর্তন আপনাদর হাতে। আল্লাহ প্রদত্ত সংবিধান অনুযায়ী আপনারাই দেশের মালিক, আপনাদের একটা ভোট সরকার পরিবর্তন করবে, রাজনীতি পরিবর্তন করবে, ভাগ্য পরিবর্তন করবে।’

এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

একাদশ জাতীয় নির্বাচন বিএনপি মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর