Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বই উৎসবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিধির লঙ্ঘন, ইসিকে ঐক্যফ্রন্ট


২৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৫০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৮:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী ১ জানুয়ারির পরিবর্তে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর বই উৎসব করা আচরণবিধি লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।  প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে বই উৎসব বন্ধ চেয়ে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জোটটি।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সিইসির দফতরে জমা দেন গণফোরামের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করবেন। আমরা মনে করি এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। অতীতে এই বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়।

ঐক্যফ্রন্ট মনে করে, ভোটের পরে ১/২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এই উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল হবে। বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

‘এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকার লঙ্ঘন করবে’ বলে যুক্তফ্রন্টের চিঠিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

প্রধানমন্ত্রী বই উৎসব শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর