Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ যদি ফুঁসে ওঠে, দায় ক্ষমতাসীনদের : মান্না


২৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জোর করে জেতার চেষ্ট করলে জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য ক্ষমতাসীনরা দায়ী থাকবে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মান্না। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে কার্যালয়ে নিজ নির্বাচনি এলাকা বগুড়া-২ আসনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, নির্যাতনের বিষয়ে অবহিত করতে তিনি ইসিতে এসেছিলেন।

মান্না বলেন, ‘এখন পর্যন্ত বহু প্রার্থী গ্রেফতার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থিতা নিয়েও যে নাটক করা হচ্ছে। আজ আমি পত্রিকায় দেখলাম জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা নারকীয় পরিবেশ, এটা কোনো নির্বাচনি পরিবেশ নয়, এই ভাবে নির্বাচন যদি হয়, তাহলে একপাক্ষিকভাবে জোর করে জিতে নেওয়ার চেষ্টা করবে। তখন জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য এরাই দায়ী থাকবে, যারা এখন ক্ষমতায় আছে।’

তিনি আরও বলেন, ‘সারাদেশ থেকে যেখানেই খবর পাচ্ছি- একেবারে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের যেখানেই খবর পাচ্ছি। সব জায়গাতেই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, এক ধরনের ঢল এবং আমি বলবো মানুষের মধ্যে একটা দৃঢ়তা তারা এবার ভোট দিতে চায় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে, তার জন্য সব রকম সন্ত্রাস করে তারা ভোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা করছি।’

আমরা আগে বলতাম নির্বাচনি যুদ্ধ, আর এখন এটা নির্বাচনের নামে যুদ্ধই হচ্ছে উল্লেখ করে নাগরিক ঐক্যের এই আহ্বায়ক বলেন, ‘সরকার পক্ষ তাই করছে। রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করে। সারাদেশে একই অবস্থা চলছে। নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন একটা ঠুটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আর বলে- যেমন আজকেও উনি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তারপর তদন্ত করতে যদি চারদিন লাগে? তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তাড়াতাড়ি করবো। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরনের অ্যাকশন আমি দেখতে পাইনি। আমরা সবাই মিলে অন্তঃত দুই-তিনবার নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। এগুলোর কোনো ফলাফল আমরা পাই নাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঐক্যফ্রন্ট বগুড়া

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর