Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি সেবায় অচলাবস্থা গড়াতে পারে বড়দিনের ছুটি পর্যন্ত


২৩ ডিসেম্বর ২০১৮ ১৪:১৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মার্কিন সিনেটে বাজেট পাস নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মতৈক্য না হওয়ায় বড়দিনের ছুটি পর্যন্ত বন্ধ থাকতে পারে যুক্তরাষ্ট্রের সরকারি সেবার আংশিক কার্যক্রম। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ডেমোক্র্যাট সিনেটররা প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকৃত ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার (২১ ডিসেম্বর) মধ্যরাত থেকে এই অচলাবস্থার শুরু হয়। শনিবার সিনেটে অধিবেশন অনুষ্ঠিত হলেও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, তার প্রস্তাবিত বাজেট পাস না হলে তিনি চূড়ান্ত বিলে স্বাক্ষর দিবেন না। এ কারণে অচলাবস্থা দীর্ঘমেয়াদি হতে পারে।

তবে ডেমোক্র্যাট নেতা চাক স্কুমার বলেন, দেয়াল নির্মাণে ট্রাম্পের প্রস্তাবিত ৫.৭ বিলিয়ন ডলারের অর্থায়ন সিনেটে পাস করা হবে না। আজ না, আগামী সপ্তাহে না এমনকি আগামী বছরেও না। ট্রাম্পের দেয়াল নির্মাণের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

গভর্নমেন্ট শাটডাউন নামে এই অচলাবস্থার কারণে, সরকারি কাজে নিয়োজিত প্রায় ৩ লক্ষ ৮০ হাজার কর্মীর নিত্য দিনের কাজ ব্যাহত হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি, স্টেট, ট্রান্সপোর্টেশন, এগ্রিকালচারসহ ১৫টি বিভাগের রুটিন মাফিক বা রাষ্ট্রীয় সেবা কার্যক্রম আংশিকভাবে  বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানগুলোর কর্মীরা তাদের কাজের জন্য অর্থ পাবেন না নতুবা সাময়িক ছুটিতে যেতে হবে। তবে জরুরি সেবা হিসেবে জীবন ও সম্পদ রক্ষায় যারা দায়িত্ব পালন করবেন তাদের পারিশ্রমিক পেতে দেরি হবে এছাড়া অনেককে পাঠানো হয়েছে অস্থায়ী ছুটিতে।

কাস্টমস ও বর্ডার বিশেষ ব্যবস্থায় খোলা থাকলেও শতকরা ৮০ ভাগ ন্যাশনাল পার্ক বন্ধ থাকছে, শ্রমিকদের কর্মবিরতিতে পাঠানো হয়েছে। একই অবস্থা  গৃহ-কর্মীদের ক্ষেত্রেও। ব্যাংকিং, রেভুনিউ সার্ভিস ও লোন ব্যবস্থা ধীরগতির হয়েছে। ফুড ও ড্রাগ ইন্সপেক্টররা রুটিন মাফিক কাজ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে জরুরি ও জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে অভিযান পরিচালনা অব্যাহত থাকছে।

বিজ্ঞাপন

এদিকে, রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল জানিয়েছেন, ডেমোক্র্যাকটদের সাথে আলোচনা ও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি ব্যতীত সিনেটে কোন ভোট গ্রহণ করা হবে না। হোয়াইট হাউজ আশা করছে কিছু দিনের মধ্যেই এই অচলাবস্থা কেটে যাবে। ডেমোক্র্যাটদের কাছ থেকে যত বেশি অর্থ বরাদ্দ অঙ্গীকার করে নেওয়া যায় সেটাই এখন মূল বিষয়। কারণ এক শ সদস্যের সিনেটে নিজের ইচ্ছে মাফিক বাজেট পাশ করতে পর্যাপ্ত ৬০ সিনেটরের সমর্থন ট্রাম্পের নেই।

গত ১৯ ডিসেম্বর রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বিপক্ষীয় সমঝোতায় আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি সংস্থাগুলোর জন্য অর্থ বরাদ্দ অব্যাহত রাখার জন্য সিদ্ধান্ত হয়। তবে সেখানে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ রাখার কথা উল্লেখ করা হয়নি। পরবর্তীতে, কট্টর রিপাবলিকানরা ট্রাম্পকে এ ব্যাপারে উস্কানি দিতে থাকেন। তারা বলেন, নির্বাচনি প্রতিশ্রুতিতে অঙ্গীকার থাকলেও ট্রাম্প সীমান্ত নিরাপত্তায় তার দেওয়া কথা রাখেননি। তাই  ট্রাম্প পুনরায় বাজেটে তার দেয়াল নির্মাণের জন্য অর্থ বারদ্দ দাবি করেন।

ট্রাম্পের এহেন দুর্গতিতে বসে নেই ট্রাম্প সাপোর্টরাও। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তারা তহবিল সংগ্রহ শুরু করেছে। ইতোমধ্যে চার দিনে সংগ্রহ করা হয়েছে ১৩ মিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন প্রশাসনের রাষ্ট্রীয় সেবা কার্যক্রম আংশিকভাবে বন্ধ থাকলেও  প্রশাসনের বাকি ৭৫ ভাগ সরকারি সেবার ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ নিশ্চিত করা আছে।

সারাবাংলা/এনএইচ

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি সেবা স্থগিত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর