নৌকায় ভোট দিয়ে আবারও দেশ গড়ার সুযোগ দিন: শেখ হাসিনা
২৩ ডিসেম্বর ২০১৮ ১৩:১২ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৮:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
রংপুর: রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে আবারও দেশ গড়ার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বলেন, ‘নৌকা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিন।’
এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের সঙ্গে উপস্থিত জনতার পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।
আরও পড়ুন: তারাগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দল মনোনীত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে প্রার্থীদের তুলে দিয়ে গেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা তাদের জয়ী করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।’
একাদশ জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জে জনসভাস্থলে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রোববার (২৩ ডিসেম্বর) সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। সেখান থেকে গাড়িতে করে রংপুরের তারাগঞ্জ যান তিনি।
দুপুরে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। দুপুর আড়াইটায় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এবার নির্বাচন করছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ওই আসন থেকে শেখ হাসিনা একাধিকবার নির্বাচন করলেও এবার শিরীন শারমিন চৌধুরীকে আসনটি ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/জেএএম/একে
আওয়ামী লীগ একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা