বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল, দীর্ঘ যানজট
২৩ ডিসেম্বর ২০১৮ ১৩:০৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার সিস্টেম বিকল হওয়ার কারণে যানবাহনের টোল আদায় সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে রোববার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সেতুর দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, রোববার সকাল ১০টা থেকে নেটওয়ার্ক ডাউন হয়ে যাওয়ায় টোল আদায় বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় টোল নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। টোল আদায় কার্যক্রম চালু হলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেতুর দুইপাশে আটকে পড়া যানবাহনের যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
বাস-ট্রাকের চালক ও যাত্রীরা জানান, সকাল থেকেই সেতুর টোলপ্লাজায় নেটওয়ার্কে সমস্যার কারণে যানবাহনগুলো সেতু পারাপার করতে পারছে না। ধীরে ধীরে পরিবহনের সারিও দীর্ঘ হচ্ছে। তারা জানেন না কখন এই সমস্যার সমাধান হবে।
সারাবাংলা/এমএইচ/জেডএফ