Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গড় আয়ুসহ সামাজিক সূচকে তথ্য সংগ্রহ শুরু ১ জানুয়ারি


২৩ ডিসেম্বর ২০১৮ ১২:০২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: গড় আয়ুসহ সামাজিক বিভিন্ন সূচকের তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে জানুয়ারি থেকে। মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। দেশব্যাপী আইএমপিএস ডিজাইন অনুযায়ী ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। এ উপলক্ষে দুদিনব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ের মূল প্রশিক্ষকদের রিফ্রেসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রোববার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর আগাঁরগাওএ পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস ও পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক তাজুল ইসলাম। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

প্রধান অতিথির বক্তব্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘এমএসভিএস প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কেননা এর মাধ্যমে গড় আয়ুর চিত্র পাওয়া যায়। তবে প্রকল্পটিতে সৃজনশীলতা এনে শুধু বেঁচে থাকা নয়, সুষ্ঠুভাবে বেচে থাকা এবং শুধু শিক্ষার তথ্য নয় প্রকৃত শিক্ষার তথ্য নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, গণনাকারীরদের টাকা পোস্ট অফিসের মাধ্যমে তাদের হাতে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষ্ণা গায়েন বলেন, ১লা জানুয়ারি ২০১৯ থেকে এ কার্যক্রম শুরু হবে। সঠিক তথ্য পেতে এই প্রশিক্ষণ বিশেষ ভুমিকা পালন করবে। আর সঠিক তথ্য পাওয়ার মধ্য দিয়ে সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ণ সম্ভব হবে।

বিজ্ঞাপন

প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক বলেন, ‘১৯৮০ সাল থেকে প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। আদমশুমারির মধ্যবর্তী ১০ বছর সময়ের মধ্যে এ প্রকল্পের মাধ্যমে গড় আয়ু, মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু প্রভৃতি সূচকের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে।’

সারাবাংলা/জেজে/একে

গড় আয়ু পরিসংখ্যান সামাজিক সূচক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর