Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনার নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশ’


২৩ ডিসেম্বর ২০১৮ ১১:২০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১২:৩৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনে আওয়া‘মী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের কাঞ্চনে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমানের বাবা ও মায়ের কবর জিয়ারত শেষে তিনি এই  বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘স্বাধীনতার পর আমাদের দেশ ছিল একটি ধ্বংসস্তূপ। বঙ্গবন্ধু যদি দেশকে স্বাধীন না করতেন তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। পাকিস্তানের অধীনে থাকলে আমরা বছরের পর বছর থাকতাম পরাধীন। আমরা কোনো কিছুই করতে পারতাম না। বঙ্গবন্ধু স্বাধীনতার মাধ্যমে আমাদের একটা দেশ উপহার দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে এগিয়ে নিতে হলে আমাদেরকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন দেশ অনেক উন্নত হয়েছ । দেশের মানুষের অর্থনৈতিক হাত শক্তিশালী হয়েছে। তাই দেশের উন্নয়নে সূফি মিজানুর রহমানের মতো সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি এগিয়ে আসি দেশ হবে আরও সমৃদ্ধ। এছাড়া দেশের উন্নয়ন কখনও একার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।’

পিএইচপি পরিবারের চেয়ারম্যান সূফি মিজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের ৩ নম্বর ক্ষমতাশীল ব্যক্তির মযার্দা পেয়েছেন। তিনি আমাদের অহংকার। সামনে আমাদের মহাবিজয় আসছে। গত ৪০ বছরে যে উন্নয়ন হয়েছে এবার আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তার চেয়ে বেশি উন্নয়ন হবে। তাই এই নিবার্চনে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনা সরকার বারবার দরকার।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল, থানা আওয়ামী লীগের সদস্য এমায়েত হোসেন, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপনসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/একে

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর