Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য প্রজন্ম তৈরি হচ্ছে’


২৩ ডিসেম্বর ২০১৮ ০০:১৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য একটি প্রজন্ম তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সারাবাংলা ডটনেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান।

শনিবার (২২ ডিসেম্বর) ন্যাশনাল ডিবেট ফেডরেশন বাংলাদেশ (এনডিএফ) আয়োজিত প্রাণ ম্যাংগো এনডিএফ বিডি বিজয় বিতর্ক উৎসব ২০১৮-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদ মেনন খান বলেন, আজকের এ বিজয় বিতর্ক উৎসবে এসে প্রতিযোগীদের যে বিতর্ক শুনলাম, তাদের যে কথা, যে যুক্তি— সবকিছু শুনে মনে হয়েছে, একটি যোগ্য প্রজন্ম তৈরি হচ্ছে। এই প্রজন্মটি সামনের দিনে জাতিকে নেতৃত্ব দেবে এবং বিভিন্ন পেশায় তারা যখন কাজ করবে, তখন তারা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে কাজ করতে পারবে।

‘যুক্তির গানে, মুক্তির স্বাধীনতা’ স্লোগানে শনিবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় মুক্তিযুদ্ধ যাদুঘরের হল রুমে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে বিতর্ক প্রতিযোগিতা, বিতর্কের ওপর কর্মশালা, আন্তঃস্কুল ও আন্তঃকলেজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং কম্পিটিশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্ল্যানচ্যাট বিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। দিন শেষে উৎসবে অংশগ্রহণকারী ও প্রতিযোগিতাগুলোতে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

এ উৎসবে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সরকারি ও বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিবেট ক্লাব মডারেটর, শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় এক হাজার জন অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রমিজ উদ্দিন কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন বলেন, বিতর্ক এমন একটি প্রতিযোগিতা যেটা মেধাবী করে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখে। আর মেধার মতো সম্পদ পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, নষ্ট হবে না। আবার এর মাধ্যমে সবাই একই প্ল্যাটফর্মে থেকে আগামীকে যোগ্য নেতৃত্ব দিতে পারবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েব। তিনি বলেন, আজকে তোমরা যারা এখানে অংশ নিয়েছ, আমরা দেখেছি তোমাদের কী সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা তোমাদের কাছ থেকে আরও বেশি জানতে চাই, শিখতে চাই। তোমাদের সকলের প্রতি রইল ভালোবাসা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনডিএফ বিডি মহাসচিব ডা. সোহানুর রহমান সোয়েবসহ অন্যরা।

প্রাণ ম্যাংগো এনডিএফ বিডি বিজয় বিতর্ক উৎসব-২০১৮-এর সহযোগী পার্টনার ছিলেন প্রাণ আরএফএল গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক ও সারাবাংলা ডটনেট।

সারাবাংলা/এসএইচ/টিআর

এনডিএফ বিডি বিজয় বিতর্ক উৎসব ২০১৮ ন্যাশনাল ডিবেট ফেডরেশন বাংলাদেশ মাহমুদ মেনন খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর