Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তিনি এখন মরহুম ড. কামাল হোসেন’


২৩ ডিসেম্বর ২০১৮ ০০:৪৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভোলা: গণফোরাম সভাপতি বর্ষীয়ান আইনজীবী ড. কামাল হোসেন ‘মৃত’ বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এই ড. কামাল বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি এখন মৃত। মানুষের দুইবার মৃত্যু হয়। একবার হলো সত্যিকারের মৃত্যু। আরেকবার হলো যখন ঈমান নষ্ট হয়, দল বদলায় তখন। তিনি এখন মরহুম ড. কামাল হোসেন।’

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল বলেছেন তার জীবনে এরকম নির্বাচন দেখেননি। ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ২০০১ সালের নির্বাচন দেখেন নাই। আমার নেতাকর্মীরা বাগানে ছিলো, নিজের ঘরে থাকতে পারে নাই।’

তিনি বলেন, ‘আমি গ্রামে গ্রামে ভোটারদের কাছে যাই। কই বিএনপি প্রার্থীকে আসতে দেখি না। তারা ভোটারদের কাছে আসেন না কেনো? কারণ তারা জনগণকে কী জবাব দেবেন। একদিকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অপর দিকে সন্ত্রাস। আমি আশা করি আপনারা উন্নয়নকে বেছে নেবেন।’

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান।

ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বিজ্ঞাপন

পরে তোফায়েল আহমেদ সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে আরেকটি পথসভায় যোগ দেন।

সারাবাংলা/এসএমএন  

ড. কামাল হোসেন তোফায়েল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর