Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার ভরাডুবি ঠেকাতে কাজ করছে পুলিশ : শাহ মোয়াজ্জেম


২২ ডিসেম্বর ২০১৮ ২২:৫৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নৌকার ভরাডুবি ঠেকাতে আইনশঙ্খলা রক্ষাকারী কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ-১ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী শাহ মোয়াজ্জেম।

শনিবার (২২ডিসেম্বর) রাত ৮টায় মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর এলাকায় জেলা বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

পুলিশ আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে আঁতাত করে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন। তার দাবি, বিনা কারণে পুলিশ তাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করছে, ভাংচুর করছে।

লিখিত বক্তব্যে আলাল আরো বলেন, ‘অবিশ্বাস্য অর্থের বিনিময় মাহি বি চৌধুরী পুলিশ বাহিনীর সাথে সমঝোতা করে নৌকাকে বিজয়ী করতে কাজ করছে।’

এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড কার্যকর হয়নি উল্লেখ করে তিনি বলেন, শুধু মুন্সীগঞ্জ-১ আসন নয়, মুন্সীগঞ্জের তিনটি আসনেই এই পরিস্থিতি বিরাজমান।

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী আব্দুল হাই বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ মুন্সীগঞ্জে নেই, আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক।’

এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সারাবাংলা/এসএমএন

মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর