Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে আবার ক্ষমতায় আনুন, সব পাবেন : গোলাম দস্তগীর গাজী


২২ ডিসেম্বর ২০১৮ ২০:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনলে অপূরণীয় সব ওয়াদা পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, আওয়ামী লীগ কখনও ওয়াদার বরখেলাপ করে না।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের মুড়াপাড়ায় এক নির্বাচনি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। আমরা যেসব ওয়াদা করেছিলাম তার সবগুলো ওয়াদা পূরণ করেছি। এবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনুন, অপূরণীয় সব পাবেন। আমাদের অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ দিন। মনে রাখবেন আওয়ামী লীগ কখনো ওয়াদা দিয়ে বরখেলাপ করে না।’

রূপগঞ্জের মানুষ এখন আনন্দে আছে উল্লেখ করে এই নেতা বলেন, ‘সব কিছুতে রূপগঞ্জবাসী এগিয়ে যাচ্ছে। বিগত ৮ বছর ধরে বিনা টাকায় গ্যাস ভোগ করছে। এই গ্যাসের লাইন নিয়ে আমায় অনেক চাপ সহ্য করতে হয়েছে। আমি যতদিন এমপি আছি এই গ্যাসের লাইন কেউ কাটতে পারবে না। এছাড়া জলাবদ্ধতার সমস্যা, পানির সমস্যা সব সমাধান হয়েছে। মনে রাখবেন, আমি যতো উন্নয়ন করেছি অন্য কেউ এতো উন্নয়ন করেনি। তাই আগামী ৩০ তারিখ আবারও নৌকায় ভোট দিয়ে আমায় জয়ী করুন। আমি আপনাদের সব চাওয়া পাওয়া পূরণ করব।’

এসময় আরও উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দীপু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইয়াসহ প্রমুখ।

পরে সন্ধ্যায় রূপগঞ্জের পূর্বাঞ্চলে গণসংযোগ করেন গোলাম দস্তগীর গাজী। এসময় শতশত মানুষের ঢল নামে গণসংযোগে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এসএমএন

আওয়াম লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর