Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন মানব উন্নয়নে বিনিয়োগ’


২২ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ২১:৩৬

।। সারাবাংলা ডেস্ক ।।

এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে বাংলাদেশর চ্যালেঞ্জ মোকাবিলা করতে মানব উন্নয়নে বিনিয়োগ করা প্রয়োজন বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন।

সম্প্রতি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল আয়োজিত সেমিনারে ‘টার্নিং চ্যালেঞ্জেস ইনটু অপরচুনিটিস: পোস্ট এলডিসি গ্র্যাজুয়েশন ইরা ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনায় তিনি একথা বলেন।

ড. মোঃ সেলিম উদ্দিন আরও বলেন, অবকাঠামোর উন্নয়ন, মানসম্মত শিক্ষা গবেষণা, উদ্ভাবনী শক্তির বিকাশ, সুশাসনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও রপ্তানির বহুমুখীকরণ প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের সার্বজনীন মডেল। তাই এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।

সারাবাংলা/এনএইচ

মানব উন্নয়ন

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর