একাদশ নির্বাচনে সহিংসতার মাত্রা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: অন্যান্য নির্বাচনের তুলনায় একাদশ সংসদ নির্বাচনে সহিংসতার মাত্রা কিছুটা বেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে ফার্মগেট আইডিয়াল ল কলেজে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গায় হামলা করেছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কয়েকজন জেলা প্রশাসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এর রহস্য জানা যাবে।
সারাবাংলা/ইউজে/জেএএম