মাহিন্দ্রার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ ডিসেম্বর ২০১৮ ১১:৪৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গাজীর হাট ডিগ্রি কলেজের সামনে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর সবুর (২৬) ও জাহাঙ্গীর আলম (২৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে। মৃত আব্দুর সবুর উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও জাহাঙ্গীর একই উপজেলার ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এমএইচআর/এমএইচ