নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে: গোলাম দস্তগীর গাজী
২২ ডিসেম্বর ২০১৮ ১৪:১০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৪:২৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের রূপসী গাজী ভবনে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধ থাকার কারণে একটি গোষ্ঠীর গা জ্বলছে। সেই গোষ্ঠী চেয়েছিল আমাদের ভেতরে সমস্যা থাকবে আর মাঝখান দিয়ে তারা সুবিধা নেবে। কিন্তু তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। অন্যদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি আছে। সকল দল সমানভাবে প্রচারণা চালাচ্ছেন। এখন কোনো দল যদি তাদের প্রচারণা না করে তাহলে আমাদের কি করার আছে। সুতরাং নির্বাচনে সবার সমান সুযোগ বিদ্যমান রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সকল ভাতা দিচ্ছে। বয়স্ক ভাতা থেকে মাতৃত্বভাতা। এছাড়া উন্নয়ন তো আছেই। আমাদের জনগণের কাছে দাবি উন্নয়ন দেখে ভোট দেবেন। আমরা আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য নৌকার কোনো বিকল্প নেই। নৌকায় ভোট দিন উন্নয়নকে ত্বরান্বিত করুন। আওয়ামী লীগ সরকার নিজের জন্য নয় দেশবাসীর জন্য কাজ করে। এখন আমরা মধ্যম আয়ের দেশে পা দিয়েছি। খুব শিগগিরই আমরা উন্নত দেশে পা দেব।
সভায় কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিগত ৪৭ বছরে যে উন্নয়ন হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে সেই উন্নয়ন হয়েছে। বর্তমান সংসদ রূপগঞ্জের চিত্র বদলে দিয়েছেন। আমরা এই নির্বাচনে গোলাম দস্তগীর গাজীকে আবারও বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব। নৌকা আছে এবং থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলীসহ অন্যান্যরা।
সারাবাংলা/এসজে/আরএ