Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দুপুরে জনসভা


২২ ডিসেম্বর ২০১৮ ১১:৩১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ১৪:৩০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা সিলেটে পৌঁছান। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মাজার জিয়ারত শেষে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

এদিকে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন শেখ হাসিনা। সিলেট সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বেলা আড়াইটায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে জনসভায় যোগ দেবেন।

এরপর বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এনআর/বিএস/একে

নির্বাচনি প্রচারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর