নৌকার পক্ষে ভোট চাওয়ায় ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ
২১ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পুলিশের ইউনিফর্ম পরে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার দাবি জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবর লিখিত এক অভিযোগে এই দাবি জানান তিনি।
চিঠিতে কলারোয় থানার ওসি শেখ মারুফ আহম্মদের প্রত্যাহার দাবি করেন ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
তিনি অভিযোগে বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট মনোনীত প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট চান কলারোয়া থানার ওসি। এ সংক্রান্ত ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন’
এ ছাড়া সরকারি কর্মকতা হিসেবে একজন ওসির এরকম কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আই-১৯৯১ বিধিমালা ভঙ্গ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
‘সাতক্ষীরা-১ আসনে বর্তমানে নির্বাচনের বিন্দুমাত্র পরিবেশ নেই। কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদ এতদিন ধরে প্রচারণায় বাধা ও বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করেছেন।’—এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ঐক্যফ্রন্টের প্রার্থী হাবিব নিজে এলাকা ছেড়েছেন বলেও কমিশনকে জানান।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘জনমনে ধারণা, তালা-কলারোয়া এলাকায় ভোট ব্যবস্থা করবে পুলিশ, নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। তাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে কলারোয় থানার ওসি শেখ মারুফ আহম্মদের দ্রুত প্রত্যাহার দাবি করেন ঐক্যফ্রন্টের প্রার্থী।
সারাবাংলা/জিএস/এমআই