Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ


২১ ডিসেম্বর ২০১৮ ১৭:০৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন জাতিসংঘ গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবগত আছেন কিনা এমন প্রশ্নের জবাবে দুজারিক জানান, মুক্ত ও স্বাধীনভাবে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনা এবং মানুষর মতামত প্রকাশ করতে পারাটা যেকোন নির্বাচনের মৌলিক শর্ত।

তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন ‘খুব কাছে থেকে’ অনুসরণ করছি।

উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এইসব রাজনৈতিক দলের মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৫৬৭ জন।

নির্বাচন সরেজমিনে পর্যবেক্ষণ করতে ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র। তবে ইইউ জানিয়েছে তারা নির্বাচনকালীন পরিস্থিতি নজরদারি করতে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না।

সারাবাংলা/এনএইচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘ স্টিফেন দুজারিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর