আত্রাইয়ে ৪টি ককটেল উদ্ধার
২১ ডিসেম্বর ২০১৮ ১৬:১১ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ১৬:২৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নির্মাণাধীন একটি বেইলি ব্রিজ এলাকা থেকে অবিস্ফোরিত দুইটি এবং ঈদগাহ মাঠ থেকে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ও শুক্রবার সকালে ককটেলগুলা উদ্ধার করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে নির্মাণাধীন একটি বেইলি ব্রিজ এলাকায় গর্তের মধ্যে দুইটি ককটেল দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। এছাড়া শুক্রবার সকালে উপজেলার খোলাপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী আরও দুইটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।
ওসি বলেন, ‘ককটেল উদ্ধারের বিষয়টি তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের টহল টিমের অভিযান অব্যাহত রয়েছে।’
সারাবাংলা/এমএইচ